মেয়েদের জন্য কিছু আদব

রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না। বরং কিনারা দিয়ে চলবে। পুরুষদের থেকে পৃথক হয়ে চলবে। সাদাসিধাভাবে রৌপ্য অলংকারাদি দ্বারা কাজ চালিয়ে দেয়া ভাল।

যে মহিলা নিজের বড়ত্ব প্রকাশের জন্য স্বর্ণালংকার পরিধান করবে,(পরকালে) তার শাস্তি হবে। (আবু দাউদ শরীফ)

মহিলাদের উচিত তাদের হাতে মেহেদী লাগাতে থাকা। (আবু দাউদ শরীফ)

মহিলাদের সৌন্দয্য এমন হওয়া উচিত,যার রংটাই দৃশ্যমান এবং তা থেকে সুগন্ধ ছড়ায় না। (অর্থাৎ পাতলা কাপড় পরিধান করবে না।)

যদি উড়না পাতলা হয়,তবে তার নিচে মোটা কাপড় লাগিয়ে নিবে।(আবুদাউদ)

যে অলংকার বাজে (ঝন ঝন আওয়াজ হয়), তা পরিধান করবেনা।(আবু দাউদ)

যে মহিলা পুরুষের আকার-আকৃতি অবলম্বন করবে, তার উপর আল্লাহ পাকের লা’নত। (বুখারী শরীফ)। 

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন-কস্মিনকালেও কোন (গাইরে মাহরাম) পুরুষ  কোন মহিলার সাথে নির্জনে অবস্থান করবেনা এবং কোন মহিলা তার সাথে মাহরাম পুরুষ ব্যতিরেকে কখনো সফর করবে না।(বুখারী শরীফ)

নবীনতর পূর্বতন