৪০ দিনে ধনী হওয়ার পরিক্ষিত আমল

যে ব্যক্তি অল্প উপার্জনশীল অথবা ঋণগ্রস্ত হওয়ার ফলে অত্যন্ত দুর্দশায় পড়ে কিংবা চাকুরী না হওয়ার জন্য পরিজনবর্গ প্রতিপালনে অসমর্থ হয় 
 

এরূপ একদিনের জন্যও বন্ধ না করে ক্রমাগত চশ্লিশ দিন পর্যন্ত এশার নামাযের পর অযূর সাথে কা’বামুখী হয়ে একা একা চক্ষু বন্ধ করে চারশত (৪০০) বার নিম্নের দোয়া পড়তে থাকে। নিদিষ্ট সময়ের যেন কোন ব্যতিক্রম না করে। ব্যতিক্রম হলে যেন দিনের বেলা এটা আবার পূর্ণ করে। উদ্দেশ্য পূর্ণ হওয়ার পরও সর্বদা পড়তে থাকে তাতে আল্লাহর ইচ্ছায় নির্ভাবনায় থাকবে এবং জীবিকা অর্জনের অনুসন্ধানে কখনো মাথা ঘামাতে হবে না । আমল কারী অত্যন্ত সম্পদশালীহবে। এটা পরিক্ষীত।
উচ্চারণঃ আসতাগফিরুল্লাহাল্লাযি লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, বাদীউস সামওয়াতি ওয়াল আরদী মিন জামিয়ি  হুরমি ওয়া জুলমি ওয়া এসরফি আ’লা নাফসি ওয়াআতুবু ইলাইহি।

উৎসঃ নাফিউল খালায়েক (পৃষ্ঠা নং-৭৯ এবং ৮০)
নবীনতর পূর্বতন