উসমানী খিলাফত | পর্ব -৩

৩. রণাংগনে উসমান   

১২৯৯ খৃষ্টাব্দে তার সেনাপতিত্বে তার সৈন্যগণ ইয়েনি দখল করে। এই ইয়েনি শহরই হয় উসমানী খিলাফতের প্রথম রাজধানী। ]

১৩০১ খৃষ্টাব্দে  পার্শ্ববর্তী খৃষ্টান দেশ গ্রীসের সাথে উসমানের যুদ্ধ বাধে। গ্রীসই তখন পূর্ব রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। কুয়ুন হিসার যুদ্ধে গ্রীক সেনাপতি মুজালোনকে পরাজিত করে তিনি গ্রীস  সাম্রাজ্যেরকিছু অংশ দখল করেন।

১৩০২ খৃষ্টাব্দে গ্রীসের রাজা এক বিশাল সৈন্য বাহিনী নিয়ে  আমীর উসমানের বিরুদ্ধে অগ্রসর  হন। যুদ্ধে গ্রীসের রাজা পরাজিত হন। তার রাজ্যের এশীয় অঞ্চল  উমানের পদানত হয়। 

এই যুদ্ধের এক পর্যায়ে অন্যতম গ্রীক সেনাপতি এভারনোজ আল ইসলামের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে সক্ষম হন। মুসলিমদের আচারণ, চারিত্রিক পবিত্রতা এবং শৃংখলা দেখে তিনি মুগ্ধ হন। তিনি তার অনুগত সৈন্যদেরকে নিয়ে খৃস্টানধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীকালেএভারনোজ এবং তার সাথীদের তলোয়ার ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত হতে থাকে।

১৩১৭ খৃষ্টাব্দে  আমীর উসমানের সুযোগ্যপুত্র ওরখাান গ্রীকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রসিদ্ধ ব্রুসা নগরী দখল করেন। অতঃপর এই ব্রুসাই হয় উসমানী খিলাফতের রাজধানী।

                                         ৪.উসমানের ইন্তিকাল

উসমান ৩৮ বছর শাসনকর্য পরিচালনা করেন। ১৩২৬ খৃষ্টাব্দে তিনি ৭০ বছর বয়সে ইন্তিকাল করেন।

নবীনতর পূর্বতন