উসমানী খিলাফত | পর্ব -৫


৩. প্রথম মুরাদ

১. সুলতান পদে প্রথম মুরাদ

১৩৫৯ খৃষ্টাব্দে ওরখানের পুত্র প্রথম মুরাদ ব্রূুসার মসনদে বসেন।

২.প্রথম মুরাদ যেমন ছিলেন 

প্রথম মুরাদ ছিলেন একজন নিরক্ষর ব্যক্তি। কিন্তু তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন দূরদশী রাজনীতিবিদ। তিনিও ছিলেন আল ইসলামের একজন নিষ্ঠাবান অনুসারী। ইসলামি চিন্ত-চেতনার প্রসারের দিকে তাঁরাও ছিলো সজাগ নজর।

অন্যান্য ধর্ম অনুসারীদের প্রতিও তিনি সহনশীল ছিলেন। তাঁর শাসনকালেও খৃষ্টান প্রজাগণ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতো।

তিনি ছিলেন একজন যোগ্য সংগঠক। তাঁর প্রচেষ্টায় উসমানী সেনাবাহিনী আরো বেশী শক্তিশালী হয়ে উঠেন।

৩. রণাংগনে প্রথম মুরাদ

১৩৬৩ খৃষ্টাব্দে প্রথম মুরাদ গ্রীসের সেনাবাহিনীকে পরাজিত করে আড্রিয়ানোপর দখল করেন।

১৩৬৬ খৃষ্টাব্দে তিনি মারিৎজা নদীর তীরে সংঘটিত যুদ্ধে খৃষ্টান বাহিনীকে পরাজতি করে মেসিডোনিয়া দখল করেন। সমসাময়িককালে প্রথম মুরাদ থ্রেস (বর্তমান রুমানিয়া) দখল করেন। 

১৩৬৬ খৃষ্টাব্দে প্রথম মুরাদ আড্রিয়ানোপলে রাজধানী স্থানান্তরিত করেন। 

১৩৭২ খৃষ্টাব্দে  সার্বিয়ার সাহায্যপুষ্ট হয়ে বুলগেরিয়া  উসমানী খিলাফতের বিরুদ্ধে যুদ্ধে নামে।সামাপফ প্রান্তরে  যুদ্ধ সংঘটিত হয়। প্রথম মুরাদের পরিচালিত  বাহিনী যুদ্ধে জয় লাভ করে । বুলগেরিয়া উসমানী শাসনধীনে আসে। 

১৩৮৯ খৃষ্টাব্দে সার্বিয়া এবং বুলগেরিয়ার মাঝখানে অবস্থিত কসোভা রণাংগনে ইউরোপীয় খৃষ্টান শক্তি সার্বিয়ার রাজা ল্যাজারাসের নেতৃত্বে যুদ্ধে নেমে প্রথম মুরাদের হাতে ভীষণভাবে পরাজিত হয়।ল্যাজারাসের বন্দী হন। তাঁকে  মৃতুদণ্ড দেয়া হয়।

৪. প্রথম মুরাদের শাহাদাত

কসোভা প্রান্তরে বিজয় লাভের বিজয় কভিলভিচ নামক স্লাভ সৈনিক সুকৌশলে প্রথম মুরাদের সন্নিকটবর্তী হয়ে তাকে হত্যা করে। 

১৩৮৯ খৃষ্টাব্দে প্রথম মুরাদ শহীদ হন। তিনি  ৩০ বছর শাসনকার্য পরিচালনা করেন।

নবীনতর পূর্বতন