আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান মনে করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ। আর ‘ইশ্বর’ ধারনাটাই এই রকম স্বার্থান্বেষী কোন মহলের মস্তিষ্কপ্রসূত।
সাজিদের সাথে এই মুহূর্তে তাকে জড়াবার কোন ইচ্ছা আমার নেই। কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায়না।আমি বললাম,-‘আমার সাথে তো এর থেকেও খরাপ কিছু হতে পারতো, ঠিক না?
-‘আরে’ খারাপ হবার অনেক
কিছু বাকি আছে কি?
--‘হয়তো।
-‘যেমন?
-‘এরকমও তো হতে পারতো, ধর, আমি সারাবছর একদমই পড়াশুনা করলাম
না। পরীক্ষায় ফেইল মারলাম। এখন ফেইল করলে আমার এক বছর ড্রপ যেতো। হয়তো ফেইলের অপমানটা
আমি নিতে পারতাম না। আত্মহত্যা করে বসতাম।
সাজিদ হা হা হা
করে হাসা শুরু করলো।বললো,-‘কি বিদঘুটে বিশ্বাস
নিয়ে চলিসরে ভাই।
এই বলে সে আবার
হাসা শুরু করলো। বিদ্রুপাত্মক হাসি।
রাতে সাজিদের
সাথে আমার আরো একদফা তর্কহোলো।
সে বললো,-‘আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস, কিসের ভিত্তিতে?
আমি বললাম,-‘বিশ্বস দু ধরনের। একটা হলো প্রমানের ভিত্তিতে বিশ্বাস। অনেকটা,
শর্তারোপে বিশ্বাস বলা যায়। অন্যটি হলো,প্রমান ছাড়াই বিশ্বাস।
সাজিদ হাসলো।
সে বললো,-‘দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধ
বিশ্বাস বলে রে আবুল। বুঝলি,
আমি তার কথায়
কান দিলাম না। বলে যেতে লাগলাম-
‘প্রমানের ভিত্তিতে যে বিশ্বাস, সেটা মূলত বিশ্বাসের মধ্যে
পড়েনা। পড়লেও, খুবই ট্যাম্পোরেরি। এই বিশ্বাস এতই দুর্বল, এটা হঠাৎ হঠাৎ পালটায়।
সাজিদ এবার নড়েচড়ে
বসলো। সে বললো,-‘কি রকম?
আমি বললাম ,-‘এই যেমন ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে সানুষের একটি আদিম কৌতূহল
আছে। আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না?
‘হু, ঠিক।
-‘আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে, ঠিক?
হ্যাঁ।
-‘আমরা একট্রা ছিলাম। আমরা নির্ভূলভাবে জানতে চাইতাম যে সূর্য
আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাধে, পৃথিবীর বিজ্ঞানিরা নানান সময়ে নানান তথ্য
আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির বিজ্ঞানি
টলেমি। টলেমি কি বলেছিলো সেটা নিশ্চয় তুই জানিস?সাজিদ বললো হ্যাঁ। সে বলেছিলো সূর্য
পৃথিবীর চারদিকে ঘুরে।
রা নানান সময়ে
নানান তথ্য আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক
জ্যোতির বিজ্ঞানি টলেমি। টলেমি কি বলেছিলো সেটা নিশ্চয় তুই জানিস?সাজিদ বললো হ্যাঁ।
সে বলেছিলো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে।
একদম তাই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে?
নেই। কিন্তু কি জানিস, এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিলো পুরো ২৫০ বছর। ভাবতে
পারিস? ২৫০ বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানি ,ডাক্তার, ইঞ্জিনিয়ার
ছিলো,তারাও বিশ্বাস করতো যে,সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে।এই ২৫০ বছরে তাদের মধ্যে যারা
যারা মারা গেছে, তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে,সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।
সাজিদ সিগারেট
ধরালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললো,-‘তাতে কি? তখন
তো আর টেলিস্কোপ ছিলোনা,তাই ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলাস কোপারনিকাস এসে তার
থিওরিকে ভুল প্রমান করলো না।
‘হ্যাঁ। কিন্তু কোপারনিকাসও একটা মস্তবড় ভুল করে গেছে।
সাজিদ প্রশ্ন
করলো,-‘কি রকম?
‘অদ্ভুত! এটা তো তোর জানার কথা। যদিও কোপারনিকাস টলেমির থিওরির
বিপরীত থিওরি দিয়ে প্রমান করে দেখিয়েছিলেন যে, সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবীই সূর্যের
চারপা্শে ঘোরে। কিন্তু, তিনি এক জায়গায় ভুল করেন। এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীরদর্পে
টিকে ছিলো গোটা ৫০ বছর।
কোন ভুল?
‘উনি বলেছিলেন, পৃথিবীই সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু
সূর্য ঘোরে না।সূর্য স্হির। কিন্তু আজকের বিজ্ঞান বলে,-নাহ সূর্য স্হির নয়। সূর্যও
নিজের কক্ষপথে আবিরাম ঘূর্ণনরত অবস্হায়।চলবে….