একটি সুন্নাতের শক্তি কত? : পর্ব-২ | সরলপথ.কম


কিন্তু আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে, আমি যখন ইসলাম কবুল করলাম এবং মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে লাগলাম তখন আমি লক্ষ্য করলাম যে, মুসলমান হওয়ার পূর্বে দীর্ঘ ১২ বছর সাধনা করে আমি যে শক্তি অর্জন করেছিলাম তার চেয়ে বহুগুণ বেশী শক্তি আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নতের মধ্যে পেতে লাগলাম । এ জন্যেই আমি সুন্নতের তালাশে এত ব্যস্ত এবং বার বার আপনাদেরকে কষ্ট দিচ্ছি । অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন । নও মুসলিমের এ কথাগুলাকে জামাতের সকল সাথী অত্যন্ত মনোযোগের সাথে শুনছিল । তার কথা শেষ হতেই সবাই একসাথে বলে উঠলো, না ভাই আসলে আমাদেরই অন্যায় হয়েছে। আমরা না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। মনে আঘাত দিয়েছি। আশা করি আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সত্য কথা বলতে কি, আমরা মুসলমান হয়েও সুন্নতের কদর বুঝি না । এক একটি সুন্নত যে কত দামী ও মর্যাদাবান তা আমরা বুঝার চেষ্টাও করি না। আল্লাহ আমাদের ক্ষমা করুন ।
 
প্রকৃতপক্ষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের শক্তি এটমের শক্তির চাইতেও অনেক বেশী । সুতরাং আমরা যদি তার প্রত্যেকটি সুন্নতকে দৈনন্দিন জীবনে আমল করতে পারি তাহলে এর দ্বারা যে শুধু ছাওয়াব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে বাস করার সৌভাগ্য হবে তা-ই নয় বরং দুনিয়াতেও আমরা হাজারো রোগ শোক ও বালা মুসিবত থেকে বাঁচতে পারবো । হে আল্লাহ! আমাদেরকে সুন্নতের প্রতি অপরিসীম ভালাবাসা সৃষ্টি করে দাও এবং খাওয়া-দাওয়া, উঠা-বসা, চলা-ফেরা, বিবাহশাদী, লেন-দেন এক কথায় জীবনের প্রতিটি পদে পদে ও প্রতিটি মুহুর্তে সুন্নতের উপর আমল করার তাওফীক নসীব করো।
নবীনতর পূর্বতন