ঋণ পরিশোধের পরিক্ষিত আমল | সরলপথ.কম

 
 
 

উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস্ সাব’ঈ ওয়া রাব্বাল ‘আরশিল আযীম, রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন ফালিক্বাল হাববি ওয়ান, নাওয়া, ওয়া মুনযিলাত তাওরাতি ওয়াল ইনজীল, ওয়াল ফুরক্বান, আউযুবিকা মিন শাররি কুল্লি শাই ইন আনতা আখিয বিনাসিয়াতিহি, আল্লাহুম্মা আনতাল আউওয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা’দাকা শাইউন, ওয়া আন্ তায যাহিরু ফালাইসা ফাওক্বাকা শাই উন। ওয়া আনতাল বাত্বিনু ফালাইসা দূনাকা শাইউন, ইক্বদ্বি ‘আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাক্বরি।

অর্থ : হে আমার মালিক! তুমি সৎ আকাশ মণ্ডলীর প্রভু! মহামহিয়ান আরশের প্রভু এবং প্রত্যেক বস্তুর প্রভু হে আল্লাহ! বীজ ও আঁটি চিরে চারা ও বৃক্ষের উদ্ভব ঘটাও তুমি! তাওরাত, ইঞ্জিল ও কুরআনের নাযিলকারী তুমি! আমি প্রত্যেক বস্তুর অনিষ্ট হতে তোমার কাছেই আশ্রয় প্রার্থনা করি, তােমার হাতে রয়েছে সকল বস্তুর ভাগ্য। হে আল্লাহ! তুমি অনাদি, তােমার পূর্বে কোনাে কিছুরই অস্তিত্ব ছিলো না, তুমি অনন্ত, ভােমার পরে কোনাে কিছুই। থাকবে না, তুমি প্রকাশমান, তােমার উপরে কিছুই নেই, ভূমি অপ্রকাশ্য, তােমার চেয়ে কাছে কিছুই নেই। প্রভু! তুমি আমার সমস্ত ঋণ পরিশােধ করে দাও আর আমাকে দরিদ্রতা থেকে মুক্ত রাখাে। (মুসলিম)। 

কে/জেড-০৪

নবীনতর পূর্বতন