রোগ হইতে মুক্তির আমল | সরলপথ.কম

 

বর্ণনাঃ- যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই আয়াতটি পড়িয়া ৭ বার হাতে ফুক দিয়া নিজের শরীরে হাত বুলাইবে, সে সর্বপ্রকার বেদনা ও বিপদাপদ হইতে নিরাপদ থাকিবে।

উচ্চারণঃ- আলহামদু লিল্লাহিল্লাযী খালাকাস্ সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জায়ালাজ্ জুলুমাতে ওয়ান্‌নূর, ছুম্মাল্লাযীনা কাফারূ বিরাব্বিহিম ইয়াদিলুন। 


অর্থঃ- আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন এবং অন্ধকার ও আলোর সৃষ্টি করিয়াছেন, তথাপি কাফেরগণ তাহাদের প্রতিপালকের সাদৃশ্য সৃষ্টি করিতেছে। 


ফযীলতঃ আল্লাহ এই আয়াত দ্বারা তৌহীদের পোষকতায় বিশ্বজগতের বিশালতা ও সৃষ্টি কৌশলের বর্ণনা করিয়া অংশীবাদীগণকে সাবধান করিয়া দিয়াছেন। তৌহীদের বর্ণনা আছে বলিয়া এই আয়াতের শক্তি ও ফযীলত অসীম হইয়াছে, সেজন্য ইহার আমল দ্বারা উপরোক্ত ফযীলত লাভ হইয়া থাকে।

উৎসঃ নেয়ামুল কুরআন , পৃষ্ঠা-১১৭

 কে/জেড-০৩

নবীনতর পূর্বতন